• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

মির্জাপুরে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ মে ২০২১  

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পুলিশ প্রশাসেনর উদ্যোগ করোনা ও লকডাউনে কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে।

আজ সোমবার সকালে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসির) মাঠ প্রাঙ্গনে প্রায় তিন শতাধিক হতদরিদ্রদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়।

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসির) এর অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসির) কমান্ডার মো. ময়নুল ইসলাম এনডিসি।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার আব্দুল রহিম শাহ চৌধুরী, সালমা আক্তার পলি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল হাসান, সহকারী পুলিশ সুপার মোহসিনুল হক, পুলিশ পরিদর্শক (আরআই) মো. কামরুল হাসানসহ পিটিসির পুলিশের কর্মকর্তাগন।
 
মহেড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিন শতাধিক দরিদ্রদের মাঝে চাল, ডাল, চিনি, তেল, দুধ ও সেমাই তুলে দেন অতিথিবৃন্দ।

এছাড়া রমজান উপলক্ষে পিটিসির মসজিদে প্রতিদিন এলাকার মুসুল্লিদের মাঝে ইফতার করানো হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর