• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

ফুলছড়িতে কৃষি প্রণোদনা কর্মসূচির সার বীজ বিতরণের উদ্বোধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় কৃষি প্রণোদনা কর্মস‚চির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি ফসলের সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জাতীয় সংসদ ডিপুটি স্পিকার এ্যাড.ফজলে রাব্বী মিয়া এমপি ।

 

উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ ১৫ ডিসেম্বর রবিবার উপজেলা পরিষদ চত্বরে ২০১৯-২০২০ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মস‚চির আওতায় তিন হাজার ৪২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ভুট্টা, সরিষা, গম ,তিল ও পেঁয়াজ এর বিনাম‚ল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া।

 

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মতলুবর রহমান, উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশ প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর