• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জ মহিলা আওয়ামীলীগ সভাপতি শাহীনা বেগমের ত্রাণ বিতরন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ মে ২০২০  

বৈশ্বিক মহামারী করোনা দূর্যোগ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। জামালপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কালাম আজাদ মেডিসিনের নিজস্ব অর্থায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল-চিনি ও সেমাই৷ বৃহস্পতিবার সকালে মাষ্টারবাড়ী বাজার এলাকায় ত্রাণ সামগ্রী বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শাহীনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) আবদুর রহিম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান,মুক্তিযোদ্ধা আবদুল বাসেদ,বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেজবাহ উল হক জুলফিকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবীর মোরাদ,সদস্য ইয়াছিন তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আগা সাইয়ুম,স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সিদ্দিকুর রহমান, যুবলীগ নেতা খন্দকার শামীম আহম্মেদ, বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম,সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার শিউলী,দপ্তর সম্পাদক নুর জাহান মনি,ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন মিরাজ প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সীমারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মহিলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
উল্লেখ্য প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন সময়ে এলাকার অসহায় মানুষের পাশে দাড়ান বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ মেডিসিন ও তার ছোট বোন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগম। করোনা দূর্যোগেও কর্মহীন অসহায়দের পাশে দাড়িয়েছেন তারা। তাদের দেয়া ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যহত আছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর