• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমা দিলেন যারা বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান: সালমান এফ রহমান ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম : শেখ হাসিনা

বকশীগঞ্জে আগুনে পুড়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ছাই

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নুরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠা পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকার উপরে।

 

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নুরগঞ্জ বাজারে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

অগ্নিকান্ডে নালু মিয়ার মুদি দোকান, নুরু মিয়ার মুদি দোকান, সাইফুল ইসলামের মুদি দোকান, সাহাজাহানের কাপড়ের দোকান, লিমনের ঔষুধের দোকান, বিপুলের কিটনাশকের দোকান ও আলমাসের ওর্য়াকশপ পুড়ে ভস্মিভুত হয়েছে।

 

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৩টার দিকে প্রথমে নালু মিয়ার দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পুরো বাজারে ছড়িয়ে পড়ে।

 

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর উদ্দিন জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ঘন্টা খানিকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিক ভাবে বৈদুত্যিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর