• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে আরো তিন জন হোম কোয়ারেন্টাইনে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

জামালপুরের বকশীগঞ্জে মরনব্যাধি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রশাসন সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।\

 

উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিকভাবে খোঁজ নিচ্ছেন বিভিন্ন এলাকায়। ইতোমধ্যে বিদেশ থেকে যারা ফিরেছেন তাদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন প্রশাসন। 

 

বকশীগঞ্জে নতুন করে আরো তিন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, নতুন করে যারা দেশে ফিরেছেন তাদেরকেও হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

আমাদের মেডিক্যাল টিম প্রতিদিনই তাদের খোঁজ রাখছেন। এর আগে সাত জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। প্রত্যেককে ১৪ দিন পর্যন্ত বাধ্যতামূলক বাড়ির ভেতর থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। 

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার জানান, বকশীগঞ্জ বাসীকে নানা ভাবে সচেতন করে তুলতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন। যদি কোন বিদেশ ফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকার করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পাশাপাশি করোনা রোগীর উপস্বর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা আইসোলেশন ইউনিটে নেওয়া হবে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর