• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ জুলাই ২০২০  

জামালপুরের বকশীগঞ্জে নন গভর্নমেন্ট অর্গাইনাইজেশনের (এনজিও) প্রতিনিধিদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম.জামশেদ খোন্দকারের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় এ সময় উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎ¯œা আক্তার, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক আমজাদ হোসেন, ইএসডিও’র সৌহার্দ্য-৩ কর্মসূচির সমন্বয়কারী রফিকুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী লুৎফর রহমান, এআরপির নির্বাহী পরিচালক মোফাজ্জল হক আলম সহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মাসিক সভায় ক্ষুদ্র ঋন কর্মসূচির কিস্তি আদায় নিয়ে বিশদ আলোচনা করেন ইউএনও আ.স.ম.জামশেদ খোন্দকার। সভায় সিদ্ধান্ত হয় যে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর প্রজ্ঞাপন অনুযায়ী আগামি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোন ঋন গ্রহিতাকে কিস্তি আদায়ে চাপ প্রয়োগ করতে পারবেন না এনজিও প্রতিনিধিরা। তবে যদি কোন গ্রাহক স্বেচ্ছায় কিস্তি দিতে চান তাহলে সেটি নেওয়া যাবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর