• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০  

জামালপুরের বকশীগঞ্জে “আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” প্রতিপাদ্য বিষয় নিয়ে ৩০ সেপ্টেম্বর বুধবার জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় এবং ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলমগীর আজাদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী, উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎ¯œা আক্তার, মুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, শিউলি আক্তার, শিক্ষার্থী উম্মে হাবিবা হ্যাপী।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর