• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে পৌর এলাকায় বিএনপি নেতার ইটভাটা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১  

আইনে নিষেধাজ্ঞা থাকলেও জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় ভাটায় ইট পোড়ানো হচ্ছে। আইন লঙ্ঘন করে লোকালয়ের মধ্যে বছরের পর বছর এই ভাটায় ইট পোড়ানো হলেও তা সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

বকশীগঞ্জ পৌর এলাকায় প্রায় ৮ বছর আগে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানি ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি হাফিজুর রহমান ফিরুজ দড়িপাড়া এলাকায় পালকি ব্রিকস নামের এই ইটভাটা স্থাপন করেন। 

২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ৮ নম্বর ধারার ১ নম্বর উপধারায় আবাসিক, পৌর এলাকাসহ ছয় ধরনের এলাকার ভেতরে ইটভাটা স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। 

আজ সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে ইট পোড়ানোর কাজ চলছে। ভাটা ঘিরে রয়েছে মানুষের বসতি। ভাটার কালো ধোঁয়ায় এলাকার গাছপালা ও লতাপাতা বিবর্ণ হয়ে গেছে। 

দড়িপাড়া এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, এমনিতে পৌর এলাকার মহল্লাগুলোতে ঘনবসতি, তার মধ্যে ইটভাটায় রাত-দিন চলছে ইট পোড়ানোর কাজ। ইট পোড়ানোর মৌসুমে বাড়িঘর ধুলাবালি দিয়ে ভরে যায়, তখন ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখতে হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর