• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে ২টি বাল্য বিয়ে পন্ড

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১  

জামালপুরের বকশীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে ২টি বাল্য বিয়ে পন্ড হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকায় টিকারকান্দি গ্রামের অপরটি রাত ১০ টার দিকে বকশীগগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর গ্রামে এই বাল্য বিয়ে পন্ড হয়।

বকশীগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী বাবু সুশান্ত কুমার চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় রাহিলা কাদির উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী রুপা রানী বেগমের বিয়ে বাড়ীতে হানা দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। এ সময় বাল্য বিয়ের অপরাধে কন্যার বাবা মোফাজ্জল হক নান্ডা মিয়াকে ৩ হাজার টাকা জরিমানাসহ মেয়ে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

একই দিন রাতে ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে আইরমারী দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর শিক্ষার্থীর জায়েদা বেগমের বাড়ীতে হানা দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বরসহ বরপক্ষের লোকজন দৌড়ে পালিয়ে যায়। পরে কন্যার বাবা বাদশা মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) স্নিগ্ধা দাশ রমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর