• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে বিতর্ক ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২০  

“বাল্য বিবাহই নারীদের পিছিয়ে পড়ার কারণ”বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতা ও “কিশোরী রিসোর্স সেন্টার নিয়ে যা বুঝ” বিষয় নিয়ে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দু’টি বিষয়ের উপর ১২ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিতর্ক প্রতিযোগিতায় তিন জন ও অঙ্কন প্রতিযোগিতায় তিন জন নির্বাচিত হয়।

 

উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী।

 

ঝালরচর কিশোরী রিসোর্স সেন্টার ও রামরামপুর কিশোর সেন্টারের ১২ কিশোরী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর