• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমা দিলেন যারা বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান: সালমান এফ রহমান ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম : শেখ হাসিনা

বকশীগঞ্জে বিধবার জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ মে ২০২০  

জামালপুরের বকশীগঞ্জে এক বিধবার জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করে নেওয়ার অভিযোগ উঠেছে। বালু উত্তোলনে বাধা দিতে গেলে ওই বিধবাকে মারপিট করার ঘটনাও ঘটেছে। 

 

জানা গেছে, বগারচর ইউনিয়নের ধারার চর নয়াপাড়া গ্রামের মৃত তুফানো শেকের স্ত্রী মো. লাইজু বেগমের (৬০) সাথে পার্শ্ববতী ঘাসির পাড়া বাংগাল পাড়া গ্রামের আজমত আলী মন্ডল, জব্বর মন্ডল, আলমগীর হোসেন গংয়ের ১২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। 

 

ওই বিরোধের জের ধরে আজমত আলী গংরা বিভিন্ন সময়ে জমি দখলের উদ্দেশ্যে হুমকি প্রদর্শন করেন বিধবা লাইলী বেগমকে। জমিতে বাধা দিতে গেলে প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়। 

 

হুমকি দেওয়ার ঘটনায় গত ২৭ জানুয়ারি বকশীগঞ্জ থানায় আজমত আলী গংয়ের নাম একটি মামলাও করেছেন বিধবা লাইলী বেগম। ওই মামলা দায়েরের পর অভিযুক্তরা আরো ক্ষিপ্ত হয়। 

 

সম্প্রতি ওই জমিতে জোরপূর্বক বালু উত্তোলন করে গর্ত তৈরি করে আজমত আলী মন্ডল, তারা মিয়া, মন্ডল মিয়া গংরা। বালু উত্তোলনে বাধা দিতে গেলে লাইলী বেগমকে বেধড়ক মারপিট করা হয়।

 

ওই জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকলেও তারা তা মেনে বিভিন্ন উপায়ে জমি দখলের চেষ্টা করছে। 

 

লাইজু বেগম এঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর