• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
বকশীগঞ্জ সাব-রেজিস্ট্রারের উপর হামলা: একজন গ্রেপ্তার রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বিরুদ্ধে মানববন্ধন ইসলামপুরে কৃষকরা পেল উন্নত মানের বীজ কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ভুটানের রাজা চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়

বকশীগঞ্জে মাস্ক না পড়ায় ২৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ জুলাই ২০২০  

জামালপুরের বকশীগঞ্জে কোভিড-১৯ এর সংক্রমন রোধে মুখে মাস্ক না পড়ায় ২৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আ.স.ম.জামশেদ খোন্দকার পৌর এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জনকে ১৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন। 

যাদের জরিমানা করা হয় তারা প্রত্যেকেই স্বাস্থ্য বিধি না মেনে শহরে ঘোরাফেরা করছিলেন।

স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও করোনাভাইরাসের সংক্রমন রোধে এই অভিযানন পরিচালনা করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম.জামশেদ খোন্দকার জানান, করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন চলবে। মানুষ সচেতন হলেই করোনা থেকে আমাদের রক্ষা পাওয়া সম্ভব হবে। তিনি আরো জানান, এখন থেকে নিয়মিত উপজেলা প্রশাসনের অভিযান চলবে। মাস্ক ছাড়া বের হলেই জেল ও জরিমানা করা হবে। শিশুদেরও মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। তিনি প্রয়োজন ছাড়া শহরে আসতেও অনুরোধ করেন বকশীগঞ্জবাসীকে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর