• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ জুলাই ২০২০  

জামালপুরের বকশীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

 

উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ চত্বরে গাছের ৩ টি চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম.জামশেদ খোন্দকার , বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, বন বিভাগের লাউচাপড়া ডুমুরতলা বিটের বিট কর্মকর্তা আবুল হাসেম সিদ্দিক,উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবির মনির প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

মুজিববর্ষ উপলক্ষে পর্যায়ক্রমে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২০ হাজার ৩০০ বিভিন্ন প্রজাতির গাছ চারা রোপণ করার কথা রয়েছে।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর