• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে লাইসেন্স না থাকায় ইট ভাটা মালিককে ৭০ হাজার টাকা জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২১  

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক ইটভাটার মালিককে লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 

রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত উপজেলার নয়াপাড়া গ্রামে অবস্থিত তন্ময় ব্রিকস ফিল্ডে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।

 

জানা যায়, পরিবেশদূষণ নিয়ন্ত্রণে অত্র ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানে লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় তন্ময় ব্রিকফিল্ডের মালিককে এই জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস। 

 

সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস বলেন, “ইট ভাটার ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের দপ্তর থেকে কোনো প্রকার লাইসেন্স না নিয়েই ইটভাটা চালিয়ে যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটা মালিককে এ জরিমানা করা হয়েছে এবং উপজেলার অন্যান্য ইটভাটায়ও পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।” 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর