• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমা দিলেন যারা বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান: সালমান এফ রহমান ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম : শেখ হাসিনা

বকশীগঞ্জে শ্বাসকষ্টে বিদেশ ফেরত ব্যক্তির মৃত্যু!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

জামালপুরের বকশীগঞ্জে দীঘদিন ধরে শ্বাসকষ্ট ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে রফিকুল ইসলাম বিপ্লব (৩৫) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় তার মৃত্যু হয়। এর আগে গত ১৬ মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন তিনি। 

 

জানা গেছে, সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়া কান্দা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে রফিকুল ইসলাম বিপ্লব গত ১৬ মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে নিজ বাড়িতে ফেরেন। তিনি ওই দেশে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মচারী ছিলেন। 

 

এরপর তিনি বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে অবস্থান নেন। এরমধ্যে শ্বাসকষ্ট ও ডায়াবেটিস রোগে তিনি আক্রান্ত হলে এলাকায় আতঙ্ক দেখা দেয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠলে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় তাকে ময়মনসিংহয়ে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

 

পরীক্ষায় তার করোনার বিষয়টি ধরা না পড়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে তার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। 

 

এমতাবস্থায় শুক্রবার দুপুর ১২ টার দিকে শ্বশুর বাড়িতে মৃত্যু হয় রফিকুল ইসলাম বিপ্লবের। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম.জামশেদ খোন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী রফিুকল ইসলাম বিপ্লবের মৃত্যুর খবর শুনে শ্বশুর বাড়িতে গিয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে, তার মৃত্যু করোনাভাইরাসের কারণে হয় নি। 

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। বিশেষ করে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল খুবই বেশি। তবে করোনায় কার মৃত্যু হয় নি। 

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত তার দাফনের প্রক্রিয়া চলছিল । 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর