• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে হাতির আক্রমন থেকে বাঁচতে টর্চলাইট ও জেনারেটর বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুুর ইউনিয়নে আজ শুক্রবার সন্ধ্যায়  সীমান্তবর্তী এলাকায় বণ্য হাতির আক্রমনের শিকার জনগোষ্ঠির মাঝে টর্চ লাইট ও জেনারেটর বিতরণ করা হয়েছে।

 

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত টর্চ লাইট ও জেনারেটর বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক এনামুল হক জানান বাংলাদেশের মানুষকে হাতির আক্রমন থেকে বাঁচাতে দেওয়া কথা রাখেনি ভারত।

 

 তিনি বলেন, গত বছর ভারতীয় ডিডিএম ও বাংলাদেশের ডিসির মধ্যেকার বৈঠকে দেওয়া কথা অনুযায়ী ভারতীয় অংশে হাতির পর্যাপ্ত খাদ্য তৈরী, অতিরিক্ত গাছ রোপন করে হাতিকে আটাকানো কথা দেওয়া হয়। কিন্তু ভারত এটির কোনটাই বাস্তবায়ন করেনি।

 

জেলা প্রশাসক এনামুল হক আরও বলেন, আগামী বৈঠকে ভারতকে হাতির বিষয়ে আরও চাপ দেওয়া হবে। হাতির কবল থেকে স্থানীয়দের আরও সচেতন হওয়ার আহব্বান জানান।

 

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) সিন্ধা দাশ, অধিবাসী নেতা হোসিও  ম্রং, ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন প্রমুখ।

 

প্রসঙ্গত, গত ৭দিনে জামালপুরের বকশীগঞ্জে হাতির আক্রমনে ২জন মারা যায়। এছাড়া আরও ১জন মারাত্মকভাবে আহত হয়েছে। গত ১ মাস যাবত ভারতীয় হাতির একটি দল বাংলাদেশে অবস্থান করছে। ফলে এই উপজেলার ৬টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ আতংকে দিন কাটাচ্ছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর