• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে হু হু করে বাড়ছে বন্যার পানি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ জুলাই ২০২০  

জামালপুরের বকশীগঞ্জে কয়েক দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যায় পরিণত হয়েছে। বন্যার পানি হু হু করে বাড়ছে ।

 

বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া, মেরুরচর , বগারচর , নিলক্ষিয়া ও বকশীগঞ্জ সদর ইউনিয়নের ৪০ টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ বন্যার কবলে পড়ে পানি বন্দি হয়ে পড়েছেন।

 

জানা গেছে, গত চার দিন ধরে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দ্রæত গতিতে বন্যার পানি বেড়ে চলেছে। 

 

পানি বৃদ্ধি পাওয়ায় সাধুরপাড়া ইউনিয়নের মদনের চর , বিলের পাড়, ডেরুর বিল, ঠান্ডার বন্দ , চর গাজীরপাড়া, উত্তর আচ্চাকান্দি, কতুবের চর , বাংগাল পাড়া, নয়াবাড়ি , চর কামালের বার্ত্তী, চর আইরমারী গ্রাম, মেরুরচর ইউনিয়নের মাইছানিরচর, ভাটি কলকিহারা, উজান কলকিহারা, পূর্ব কলকিহারা, চিনারচর , বাঘাডুবি , খেওয়ারচর , ঘুঘরাকান্দি ও ফকিরপাড়া , বগারচর ইউনিয়নের আলীরপাড়া, টালিয়াপাড়া, বালুরচর, পেরিরচর, গোপালপুর, বগারচর সহ ৪০ টি গ্রামে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে। ইতোমধ্যে ১৫ টি গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট, ফসল, বীজতলা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন মানুষ। বিশেষ করে গোখাদ্যের সংকট ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাসান মাহবুব খান জানান, বন্যার বিষয়টি আমাদের পর্যবেক্ষনে রয়েছে। বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বিভিন্ন বিদ্যালয়ে আশ্রয়ন কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর