• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জের জব্বারগঞ্জ বাজারে ডাকাতি, ৪ দোকানে লুট!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

জামালপুরের বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় জব্বরগঞ্জ বাজারের পাহারাদারকে হাত পা বেঁধে লুট করা হয়েছে ৪ টি দোকানের মালামাল ও নগদ টাকা ও স্বর্ণালঙ্কার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৪ টার দিকে। 

 

জব্বারগঞ্জ বাজারের পাহারাদার জহির উদ্দিন জানান, আনুমানিক রাত ৪ টার দিকে অটো রিকশায় করে ৭-৮ জন দুর্বৃত্ত বাজারে আসে এবং কোন কিছু বোঝার আগেই তার হাত পা বেধে ফেলে একই সঙ্গে ইউসুফের সারের দোকান পাহারা দেওয়া তার ভাতিজা রিপন মিয়া নামে আরো একজনকে হাত পা বেধে ডাকাত দল। হাত পা বাধার পর চিৎকার না করতে তাদেরকে ভয় দেখান ডাকাত দল। পরে দাকাত দল ইউসুফ আলীর সারের দোকান, সোনা মিয়ার মোবাইল ও বিকাশের দোকান, মিন্টু চন্দ্র বর্মনের কাকন জুয়েলার্সে, নুরনবীর কাপরের দোকানের মালামাল, থান কাপর, মোবাইল, মোবাইলের যন্ত্রাংশ সহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। 

 

ডাকাত দল চলে যাওয়ার পর পাহারাদারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে ও রিপনকে উদ্ধার করেন। 

 

ধারণা করা হচ্ছে চার টি দোকানে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়েছে। 

 

খবর পেয়ে বকশীগঞ্জ থানার ওসি মো.হযরত আলী ও থানার উপপরিদর্শক আবু শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর