• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

বঙ্গবন্ধুর ত্যাগের রাজনীতি করতে আহ্বান করলেন তোফায়েল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২০  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু জনগণের জন্য ত্যাগের রাজনীতি করতেন। তাই ভোগের নয় ত্যাগের রাজনীতি করতে হবে। এটাই হবে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি।
বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের সর্মথনে যুবলীগ এ সভার আয়োজন করে।


 
তোফায়েল আহমেদ বলেন, কে আমাদের প্রার্থী সেটা বড় কথা নয়, নৌকায় প্রার্থী এটাই বড় কথা। আমরা সবাই বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত করতে মাঠে কাজ করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অর্জনগুলো ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বোঝাতে হবে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কেউ উন্নয়ন করতে সক্ষম হয়নি এটা ভোটের মনে করিয়ে দিতে হবে।

যুবলীগ একটা শক্তিশালী সংগঠন উল্লেখ করে তিনি বলেন, ৭৫ সালে আমাকে আওয়ামী যুবলীগের দায়িত্ব দিয়েছিলেন শেখ ফজলুল হক মনি ভাই, আজ তার ছেলের নেতৃত্ব যুবলীগ এগিয়ে যাবে। যুবলীগ একটা শক্তিশালী সংগঠন, এই সংগঠনের নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে সিটি কর্পোরেশনে নির্বাচন কাজ করলে জয় আমাদের নিশ্চিত।

এ সময় তিনি প্রতিটা ওয়ার্ড, থানায় কমিটি করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি নেতাকর্মীদের প্রতিটি বাড়িতে গিয়ে তিন চারবার করে ভোট চাওয়ার আহ্বানও জানান।

ভোটের আগেই বিএনপি কারচুপির কথা শুরু করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, জনগণ  মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে ভোট দেবে না এটা তারা জেনে গেছে। তাই আগেই তারা অভিযোগ শুরু করেছে।


 
সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে করিম সেলিম বলেন, জনগণের ভালোবাসা নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ভোট ডাকাতি করে মেয়র প্রার্থীর জয় আওয়ামী লীগ চায় না। তাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার মেয়র প্রার্থীর জয় নিশ্চিত করতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক নিখিলসহ অনেকে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর