• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সরিষাবাড়ি যুবলীগের বিক্ষোভ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০  

‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এ শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ধ্বংস করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৪ ডিসেম্বর সন্ধায় উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

পথসভায় পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি ভিপি, পৌর যুবলীগের সভাপতি সুরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা হাসান আলী নায়েব, আইনজীবী মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হক গুদু, মকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইসা আলম, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, পিংনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সজনু, সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম জুবেল, যুবলীগ নেতা জুয়েল, হাফিজুর, ছাত্রলীগ নেতা রবিসহ ছাত্রলীগ-যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময বক্তারা বলেন, জামাত-বিএনপির দোসররা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে। তাদের শাস্তির দাবি জানান তারা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর