• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ত্রাণ বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ আগস্ট ২০২০  

মানিকগঞ্জের শিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। আজ সোমবার বিকেলে উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকদিয়ায় বানভাসিদের মাঝে এ ত্রাণসামগ্রী তুলে দেন। পরে যমুনা পারে নদী ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক-২ মো. আব্দুল আজিজ, মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুউদ্দিন, শিবালয় ইউএনও বিএম রাহুল আমীন রিমন, ওসি ফিরোজ কবির, ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন প্রমুখ উপস্থিত ছিলেন।

মুখ্যসচিব যমুনার ভাঙনকবলিত জাফরগঞ্জ, মালুচী, তেওতা, নিহালপুর, অন্বয়পুর, দাশকান্দি, পাটুরিয়া ঘাটসহ বিভিন্ন এলাকা স্পিডবোটযোগে ঘুরে দেখেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর