• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বসবাসের জন্য বাংলাদেশ ভারতের চেয়ে নিরাপদ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

ব্রিটিশ ম্যাগাজিন “দ্য স্পেকটেটর ইনডেক্স” গত ২০১৯ সালে বিশ্বে বসবাসের জন্য সবচেয়ে বিপদজনক ২০টি দেশের তালিকা প্রকাশ করেছে।

 

দ্য স্পেকটেটর ইনডেক্স জানিয়েছে, ২০১৯ সালে বেঁচে থাকার ক্ষেত্রে সবচেয়ে বিপদজনক দেশ হিসাবে ৫ নম্বরে নাম রয়েছে ভারতের। তবে এই তালিকা অনুযায়ী ভারত পঞ্চমে থাকলেও বসবাসের ক্ষেত্রে অনেক বেশি নিরাপদ বাংলাদেশ ও পাকিস্তান। ২০১৯ সালে বসবাসের জন্য বিপদজনক ২০টি দেশের মধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নামও রয়েছে।

 

বসবাসের জন্য বিপদজনক দেশের তালিকায় রয়েছে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, আর্জেন্টিনা, ভারত, পেরু, কেনিয়া, ইউক্রেন, তুরস্ক, কলম্বিয়া, মেক্সিকো, ইউকে, মিশর, ফিলিপাইন, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, গ্রীস, কুয়েত, থাইল্যান্ডের নাম।

 

দ্য স্পেকটেটর ইনডেক্স ২০১৯ সালে বিশ্বের সেরা দেশ, সৌর শক্তি, ভবিষ্যতে কার্যকরী দক্ষতা, লিঙ্গ সমতা, দুর্নীতি, পাঠদানের ক্ষেত্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, ডিজিটাল দক্ষতা, ডায়াবেটিসে আক্রান্তের হার, বিশ্বের সবচেয়ে সম্মানিত পেশাসহ বিভিন্ন ক্ষেত্রে সেরা দেশগুলোর তালিকা প্রকাশ করে।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর