• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০  

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুহাম্মদ তৈয়ব উদ্দিন (২৩) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটের সময় চাম্বলবাজারের দক্ষিণে মন্নান টাওয়ারে এ ঘটনাটি ঘটে।

 

নিহত তৈয়্যব উদ্দিন চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল মওলার পাড়ার ২ নম্বর ওয়ার্ড এলাকার মৃত্যু মুফিজুর রহমানের ৪র্থ পুত্র বলে জানা যায়। তিনি দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রির কাজ করে আসছেন বলেও জানা যায়।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার চাম্বল বাজারের দক্ষিণ পাশে মান্নান টাওয়ারে রাজমিস্ত্রির কাজ করেন তৈয়্যব উদ্দিন। একপর্যায়ে সন্ধ্যায় অন্ধকার নেমে এলে বৈদ্যুতিক বাল্ব ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঘটনাস্থল থেকে তার সাথে কাজ করা অন্যন্যরা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী চাম্বল ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশংকাজনক হলে তাকে পরবর্তী সময় বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করা হয়।

 

বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিৎ হয়ে জানান, 'তৈয়্যব উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই বিদ্যুৎস্পৃষ্টে তিনি ঘটনাস্থলেই মারা যান।'

 

তার মৃত্যুর খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

 

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মু. রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, 'রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে সন্ধ্যায় বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে গিয়ে অসতর্কতাবশত একপর্যায়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তৈয়্যব উদ্দিন নামে এক রাজমেস্ত্রির মৃত্যু ঘটে। নিহতের লাশের সুরতহাল করেছি। নিহতের পরিবার চাইলে ময়নাতদন্ত করার জন্য চমেক প্রেরণ করা হবে বলে জানান তিনি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর