• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

বাউল গান গেয়ে ভাইরাল ক্ষুদে শিল্পী দুরন্তের কণ্ঠে ভাষার গান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

বাউল গান গেয়ে ভাইরাল ক্ষুদে শিল্পী দুরন্ত এবার নিজের সুর করা ভাষার গান করলেন। একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে গানটি আল-ক্বলম প্রি পারেটরী মডেল স্কুল এস কলেজ তাদের প্রতিষ্ঠানের জন্য করেছেন।


দুরন্ত আমাদের বলেন, ‘যখন খোরশেদ আলম স্যার আমাকে কল করে উনাদের প্রতিষ্ঠানের জন্য একটি ভাষার গান করে দিতে বলেন। ভাষার গান বলে আমি স্যারের কথায় গানটি করি। ভাষার মাশে এমন একটি গান করতে পেরে আমি আনন্দিত।


আমি অনেক স্থানে অনেক সময় ভাষার গান করেছি কিন্তু এই প্রথম আমি ভাষার গান কোনো স্টুডিও থেকে রেকর্ড করে ছাড়লাম। গানটি গাইতে আমাকে খোরশেদ আলম স্যার এবং ডালিম আঙ্কেল অনেক হেল্প করেছেন।’


গানটির গীতিকার- অধ্যক্ষ খোরশেদ আলম, সুর করেছেন দুরন্ত ইসলাম শ্রাবণ, কম্পোজে ছিলেন ডালিম। গানটি ভিডিও ধারন ও সম্পাদনা করেছেন থন্ময় রাজ্জাক এবং সংগীতে ছিলেন দেবা পাল।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর