• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

বাউল গান গেয়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল ক্ষুদে শিল্পী দুরন্ত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২০  

সোশ্যাল মিডিয়া ভাইরাল হলো ক্ষুদে শিল্পী দুরন্তের কণ্ঠে শাহ আব্দুল করিমের ‘মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে’ গান। গানটি এক দিনের মধ্যে ২০ লক্ষ মানুষের মন জয় করে নেয়।

এর আগে ক্ষুদে শিল্পী দুরন্ত হাতিরঝিলে শাহ আব্দুল করিমের ‘বন্ধুরে কই পাবো সগি গো’ গানটি কুঁড়েঘর ব্যান্ডের সাথে গেয়ে সোশ্যাল মিডিয়ায় লক্ষ মানুষের মন জয় করে নেন। 

 

‘বন্ধুরে কই পাবো সগি গো’ গানটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের রেশ কাটতে না কাটতে দুরন্তের কণ্ঠে ‘মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে’ গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। গানটি ছাড়ার এক দিনের মধ্যে ২০ লক্ষ মানুষ গানটি দেখেন। এক দিনেই গানটিতে লাইক ও রিঅ্যাকশন দেন ১ লক্ষ ২৬ হাজার এবং শেয়ার করে ১৮ হাজারের উপরে।

 

ছোট বয়সেই বহুমুখী প্রতিভার অধিকারী দুরন্ত। শুধু গানে নয় বিভিন্ন চ্যনেলে নাটক ও অ্যাডেও তাকে দেখা যাচ্ছে। বাংলালিংক, গ্রামীনফোন, মি. নুডলস সহ বেশ কয়েকটি অ্যাডে করেছেন এই ক্ষুদে তারকা। জলসাঘর, চিট্যে ব্যাপারী সহ কয়েকটি টেলিফিল্ম, ধারাবাহিক নাটক সত্যমন্ত্র ও মনের জাদুঘর বেশ কয়েকটি টিভি নাটকে তাকে দেখা যাচ্ছে। তাহসানের মতো ক্ষুদে শিল্পী দুরন্ত গান ও অভিনয়ে পারদর্শি।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর