• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

বাঙালি জাতি ও বাংলা ভাষা’কে এক অনন্য উচ্চতায় পৌঁছান বঙ্গবন্ধু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০  

২৫ সেপ্টেম্বর দিনটি বিশ্ব ইতিহাসের পাতায় বাঙালি ও বাংলা ভাষার বিশেষ তাৎপর্য বহন করছে। এই দিনটি বাঙালি-বাংলাদেশ আর বাংলা ভাষার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন। সেই গুরুত্বপূর্ণ ভাষণ’টি বাংলাদেশ ও বাংলা ভাষা’কে নিয়ে যায় এক অনন্য উচ্চতায়। দিনটি বিশ্ব ইতিহাসে বাঙালিদের গৌরবোজ্জ্বল করেছিল।

এই অধিবেশনের এক সপ্তাহ আগে ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। সেই প্রথম বিশ্ব সংস্থার কোনো আনুষ্ঠানিক সভায় বাংলা ভাষা ব্যবহৃত হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর