• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

ভূঞাপুরে করোনার প্রথম টিকা নিলেন কৃষিবিদ প্রভাস কুমার চন্দ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১  

টাঙ্গাইলের ভূঞাপুরে সর্বপ্রথম করোনা ভাইরাসের (ভ্যাকসিন) নিলেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের কৃষি শিক্ষা বিষয়ে প্রভাষক ও কৃষিবিদ প্রভাস কুমার চন্দ। রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধনের পর উপজেলায় প্রথম করোনা টিকা নেন তিনি। এরপর লোকমান ফকির কলেজের শিক্ষক নূরুল ইসলাম টিকা নেন।

প্রভাষক প্রভাস কুমার বলেন-‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় আমাদের দেশে টিকা এসেছে। ভূঞাপুরে আমি প্রথমে টিকা নিতে পেরে খুবই আনন্দিত। আজ থেকে আমি করোনা থেকে সুরক্ষিত। আমি চাই, যারা টিকা নেওয়ার জন্য আবেদন করেছেন তারা পর্যায়ক্রমে টিকা গ্রহণ করবেন।’

তিনি আরও বলেন- করোনা ভ্যাকসিন টিকা নেয়ার পর আমি সম্পন্ন সুস্থ আছি। আগের মতো যথারীতি কাজকর্ম করে যাচ্ছি। করোনা থেকে সুরক্ষা থাকতে টিকা নিতে সবার প্রতি আহবান জানান শিক্ষক প্রভাস কুমার চন্দ।
 
এ উপজেলায় টিকাদান কর্মসূচীর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা ডা. মহীউদ্দীন আহমেদ, থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ্আলম প্রামাণিক প্রমুখ।
 
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতাল সূত্র জানায়- ‘এ উপজেলায় ৩টি বুথে নিবন্ধিত ব্যক্তিদের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে।’ প্রতি বুথে ২ জন করে টিকাদানকর্মী ও ৪জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে। উপজেলায় মোট ৫ হাজার ডোজ করোনা ভ্যাকসিন মজুদ রয়েছে। পর্যায়ক্রমে নিবন্ধিত ব্যক্তিদের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর