• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বালিজুরি রেঞ্জে অবৈধস্থাপনা উচ্ছেদ অভিযান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ আগস্ট ২০২০  

ময়মনসিংহ বন বিভাগের অধীনে শেরপুরের শ্রীবরদীতে বালিজুরি রেঞ্জে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে উপজেলার বালিজুরি রেঞ্জের ডুমুরতলা বিটের  একটি অবৈধ স্থাপনাসহ বেশকিছু জমি উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বন বিভাগের বালিজুরি রেঞ্জের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। 

বালিজুরি রেঞ্জ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বালিজুরি রেঞ্জের ডুমুরতলা বিটের বেশকিছু বন ভূমি অবৈধভাবে স্থানীয় সিরাজ মিয়া নামে এক ব্যাক্তি দখল করে স্থাপনা নির্মাণ করেছিল। এমনকি স্থাপনার আশপাশে জমি অবৈধভাবে দখল করে আসছে। সম্প্রতি বন বিভাগের নির্দেশনা অনুযায়ী বালিজুরি রেঞ্জের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে গত ২৮ জুলাই অবৈধ স্থাপনাকারীকে স্থাপনা সরিয়ে নেয়ার জন্যে জানান বন কর্তৃপক্ষ। আজ শুক্রবার অভিযান পরিচালনা করে ওই স্থাপনা উচ্ছেদসহ আশপাশের জমি অবৈধ দখল থেকে মুক্ত করেন। 

বালিজুরি সদর বীট কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এ অভিযান পরিচালনা করেন বালিজুরি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিতি ছিলেন ডুমুরতলা বীট কর্মকর্তা আবু হাশেম চৌধুরি, কর্ণঝোড়া বীট কর্মকর্তা মীর্জা গোলাম মোস্তুফা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তিনি বলেন, বন বিভাগের যে সকল ভূমি বেদখল হয়েছে সেসব ভূমি উদ্ধারে চলমান কার্যক্রম হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। এসব অবৈধ দখল মুক্ত করে সুফল প্রজেক্টের আওতায় ফলজ, ভেষজ ও ওষধিসহ প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে প্রতিরোধ মূলক নানা বৃক্ষ রোপন করা হবে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর