• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বিএনপির সার কেলেঙ্কারী: পুলিশের গুলিতে নিহত আতিকের পরিবার পেলো ঘর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১  

১৯৯৫ সালের ১৮ই মার্চ তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ আতিকের পরিবারের দেখাশোনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন করলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার। 

গত বৃহস্পতিবার ঘাটাইলের ইউএনও শহীদ আতিকের পরিবারের জন্য ঘর নির্মাণ কাজ উদ্বোধন করেন। প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই ঘরটি।

জানা যায়, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার শহীদ আতিকের পরিবার সম্পর্কে খোঁজ খবর নেন। পরবর্তীতে তার গ্রামের বাড়িতে সরেজমিনে দেখতে যান এবং গৃহহীন অবস্থায় পরিবারটি বসবাস করে আসছে। তিনি এবং তার কর্মকর্তা মিলে ঘর নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ৩নং জামুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক যগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান হেস্টিংস বলেন,  সম্প্রতি আমি এক জনসভায় শহীদ আতিকের পরিবারের বিষয়টি তুলে ধরেছিলাম। পরবর্তীতে ঘাটাইলের ইউএনও মহোদয় শহীদ আতিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। 

এ জন্য ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাই এবং আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন শহীদ আতিকের পরিবারের পাশে থাকবে বলে আশাকরি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, তৎকালিন বিএনপি সরকারের সার কেলেঙ্কারীর ঘটনায় আন্দোলন করতে এসে পুলিশের হাতে নিহত হন শহীদ আতিক। আমি বিষয়টি ঘাটাইল এসে জানতে পেরেছি। শুনেছিলাম ঐ সময় মাননীয় প্রধানমন্ত্রী আতিকের পরিবারটিকে দেখতে এসেছিলেন এবং পরিবারটিকে দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই আমি এই মুজিব বর্ষে উপহার হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শহীদ আতিকের পরিবারের জন্য একটি ঘর নির্মাণ কাজ বাস্তবায়ন করছি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে শহীদ আতিকের বড় ভাই মিঞ্জু মিয়া বলেন, তৎকালিন বিএনপি সরকারের সময় পুলিশের গুলিতে আমার ছোট ভাই নিহত হয়। সে সময় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি কথা দিয়েছিলেন একটি ঘর এবং আমাদের পরিবারের খোঁজ খবর রাখবেন। সেই সুবাদে ঘাটাইলের ইউএনও স্যার আমাদের ঘর নির্মাণ করে দিচ্ছেন। এতে আমরা অনেক খুশি। 

উল্লেখ্য যে, ১৯৯৫ সালে বিএনপি সরকারের সময় সার কেলেঙ্কারীতে পুলিশের গুলিতে আতিক নিহত হন। নিহত হওয়ার পর থানায় মামলা না নিলে হাজার হাজার জনতা সেদিন রাস্তার নেমে আসে। সে সময় বিরোধী দলীয় নেত্রী (বর্তমান প্রধানমন্ত্রী) শেখ হাসিনা নিজেও ঘাটাইলে জনসভা করেন এবং আতিকের পরিবারের খোঁজ খবর নেন। তিনি আওয়ামীলীগ ক্ষমতায় আসলে আতিকের পরিবারের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর