• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

বিজ্ঞান কল্পকাহিনিকার মোস্তাফা তানিম

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

বিজ্ঞান কল্পকাহিনিকার মোস্তাফা তানিম

বিজ্ঞান কল্পকাহিনিকার মোস্তাফা তানিম

মোস্তফা তানিম লেখালেখি করছেন তিন দশক ধরে। লেখক-তীর্থভূমি হিসেবে খ্যাত "কচি কাঁচার আসর" দিয়ে তার লেখক জীবনের সূচনা। নব্বই দশকে শিশু কিশোরদের জন্যে পত্র-পত্রিকায় প্রচুর গল্প লিখেছেন।  এখন নিয়মিত উত্তর আমেরিকার প্রথম আলোতে লিখছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা এগারোটি। 

 

তিনি সায়েন্স ফিকশান এবং শিশু-কিশোরদের জন্যে গল্প-উপন্যাস, এ দুইই সমান যত্নে লিখে থাকেন।  বাংলাদেশের যে স্বল্প সংখ্যক লেখক সায়েন্স ফিকশান লিখে পাঠকের মনোযোগ কেড়েছেন, মোস্তফা তানিম তাদেরই একজন।  তাঁর শিশু-কিশোরদের জন্যে লিখা গল্প, উপন্যাস গুলিও নব্বইয়ের দশকে প্রভূত জনপ্রিয়তা অর্জন করে। 

 

লেখালেখির মতো তাঁর পেশাও ভীষণভাবে বিজ্ঞানকেন্দ্রিক। বুয়েটে লেখাপড়ার পাট চুকিয়ে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এরপর টেক্সাস এ এন্ড এম বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে একটি মার্কিন আইটি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর