• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

বিদেশে দক্ষকর্মীর চাহিদাই দিনদিন বাড়ছে: জামালপুরে উপ-সচিব

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

অদক্ষ কর্মীর চাহিদা এখন আর নেই। বিদেশে দক্ষকর্মীর চাহিদাই দিনদিন বাড়ছে। অসত্য তথ্যের ভিত্তিতে দালালের মাধ্যমে ফ্রি ভিসা বা ট্রেডিং ভিসার নামে বিদেশে গিয়ে কাজ পাওয়ার দিন শেষ হয়ে গেছে। দালালচক্র বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে সরকারও কঠোর অবস্থানে রয়েছে। বেতন, কাজ ও চুক্তিপত্র না জেনে বিদেশ গমন না করাই ভালো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহায়তায় ১০ ফেব্রুয়ারি জামালপুর জেলা প্রশাসন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. মোকছেদ আলী লিখিত বক্তব্যে অভিবাসন ও কর্মসংস্থানের বর্তমান পরিস্থিতি ও মন্ত্রণালয়ের নানামুখী কর্মসূচি ও কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

তিনি সাংবাদিকদের জানান, বর্তমানে বিশ্বের ১৭৩টি দেশে এক কোটি ২০ লাখের অধিক বাংলাদেশী কর্মী বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। যা পৃথিবীর অনেক দেশের মোট জনসংখ্যা এরচে অনেক কম। এই বিপুল সংখ্যক অভিবাসী কর্মীর দেখভাল সঠিকভাবে করা খুবই কঠিন হলেও ৩২টি দূতাবাসে প্রবাসী কল্যাণ ও বৈদেশি কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম উইং কাজ করে থাকে।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে ঘোষণা অনুযায়ী বর্তমান সরকারের পাঁচ বছরে এক কোটি ২৮ লাখ কর্মসংস্থান সৃজন এবং প্রতিটি উপজেলা থেকে গড়ে এক হাজার জন যুব বা যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বাংলাদেশ জাপানে দক্ষ জনবল পাঠানোর জন্য নবম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। জাপান সরকারের সাথে শ্রমচুক্তি অনুযায়ী আগামী ২০২৫ সাল পর্যন্ত জাপান সরকার ১৫টি ক্যাটাগরিতে বাংলাদেশে থেকে সুনির্দিষ্ট দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তি অনুযায়ী কর্মীদের কোন প্রকার অভিবাসন ব্যয় বহন করতে হবে না।

উপ-সচিব ড. মো. মোকছেদ আলী বিদেশ গমনেচ্ছু যুব ও যুব মহিলাদের সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা উপযুক্ত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে দেশে ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ছয়টি ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির মাধ্যমে বিদেশ গমনেচ্ছু কর্মীদের ৫৫টি ট্রেডে দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আরো ৪০টি নতুন প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়াও বর্তমান সরকার প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ শুরু করেছে। মন্ত্রণালয়ের অনুমোদিত বেসরকারি কিছু লোক নিয়োগ সংস্থা তাদের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে উন্নতমানের দক্ষতা প্রশিক্ষণ দিচ্ছে।

তিনি আরো জানান, দেশে-বিদেশে কর্মসংস্থানের পাশাপাশি বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। সরকার দেশে প্রবাসীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি চালু করেছে। প্রবাসে অসুস্থ হলে একজন বৈধভাবে গমনকারী কর্মীকে চিকিৎসার জন্য এক লাখ টাকা অনুদান দেওয়া হয়। এছাড়াও মন্ত্রণালয় প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর লাশ পরিবহন খরচ ও দেশে সৎকারের জন্য নগদ ৩৫ হাজার টাকা এবং মৃত কর্মীর ওয়ারিশকে তিন লাখ টাকা পর্যন্ত সাহায্য দিয়ে আসছে। সম্প্রতি প্রবাসীদের জন্য বীমা পলিসিও চালু করা হয়েছে। এছাড়াও বিদেশ গমনেচ্ছু কর্মীকে স্বল্প সুদে ও জামানতবিহীন ঋণ দেওয়া হয়ে থাকে। এ লক্ষ্যে দেশব্যাপী প্রবাসী কল্যাণ ব্যাংকের ৪৩টি শাখা কার্যালয় কাজ করছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান বেলাল উপস্থিত ছিলেন। জামালপুর জেলায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলের সাংবাদিকরা এ সংবাদ সম্মেলনে অংশ নেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর