• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বিদ্যুতের মূল্য বৃদ্ধি, প্রতি ইউনিট ৭.১৩ টাকা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০  

বৃদ্ধি পেলো বিদ্যুতের মূল্য। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দর ৮.৪ শতাংশ বাড়িয়ে ৫.১৭ টাকা করার ঘোষণা দিয়েছে। অপরদিকে খুচরা গড়ে ৬.৭৭ টাকা থেকে ৫.৩ শতাংশ বাড়িয়ে ৭.১৩ টাকা করা হয়েছে। 

 

মার্চ থেকে এ মূল্য কার্যকর হবে। এছাড়া হুইলিং চার্জ ৫.৩ শতাংশ বাড়িয়ে ২৯ পয়সা করা হয়েছে। বর্তমানে ২৭ পয়সা রয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে বিইআরসির চেয়ারম্যান আব্দুল এ ঘোষণা দিয়েছেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কমিশনের সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, রহমান মুরশেদ, মোহাম্মদ আবু ফারুক ও মোহাম্মদ বজলুর রহমান।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর