• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

“বিভিন্ন স্থানে সবজি সংরক্ষণাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে”

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের উৎপাদিত সবজি সঠিকভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য বিভিন্ন স্থানে সবজি সংরক্ষণাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।
বৃহস্পতিবার সংসদে বিরোধী দলের সদস্য সৈয়দ আবু হোসেনের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


 
কৃষিমন্ত্রী বলেন, কৃষকের উৎপাদিত পণ্য সুষ্ঠুভাবে বাজারজাতকরণ, সংরক্ষণ ও পরিবহনের জন্য বিভিন্ন প্রকল্পের আওতায় ১১টি বিশেষায়িত হিমাগার স্থাপন এবং ৭টি রিফার ভ্যান ও ১টি ট্রাকের মাধ্যমে বিপণন সুবিধা প্রদান করে হচ্ছে।

মন্ত্রী বলেন, ঢাকার মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনে নিরাপদ ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তির লক্ষ্যে কৃষকের বাজার স্থাপন করা হয়েছে। যা সপ্তাহে ২ দিন শুক্রবার ও শনিবার পরিচালিত হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ৩০টি কৃষকের বাজার স্থাপিত হচ্ছে।

তিনি জানান, ২০১৮-১৯ অর্থবছরে সাড়ে ৭ হাজার ৬৯৩ কোটি টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এ সময় ৪৮ লাখ ৬২ হাজার মেট্রিক টন সার সুলভ মূল্যে সরবরাহ করা হয়েছে। ফলশ্রুতিতে কৃষকের উৎপাদন খরচ উল্লেখযোগ্য পরিমান হ্রাস পেয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর