• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বিরল ঘটনার সাক্ষী হচ্ছে বিশ্ব, আজ রাতে দেখা যাবে সুপারমুন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২০  

আজকের রাতের আকাশে আপনার জন্য অপেক্ষা করছে এক চমক! আজ এক বিরল ঘটনার সাক্ষী থাকবে পৃথিবীবাসী! বছরের শুরুতেই সুপারমুন দেখতে পাবে গোটা বিশ্ব।

নাসার তথ্যমতে, আজ রাতের আকাশে দেখা যেতে পারে সবচেয়ে বড় চাঁদের। যা ‘সুপারমুন’ হিসাবে পরিচিত। স্বাভাবিক অবস্থানের তুলনায় রোববার রাতে অনেক কাছে দেখা যাবে চাঁদকে। ফলে এর আকারে অনেক বড় দেখাবে। স্বাভাবিক অবস্থা থেকে প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে চাঁদকে। 

 

বেশ কিছু অনলাইন ওয়েবসাইটের লাইভ স্ট্রিমিং-এ সুপার মুন দেখতে পারেন। irtual Telescope Project 2.0- দেখা যাবে লাইভ।

 

চলতি বছরে এটাই প্রথম ও শেষ ‘সুপারমুন’। এর আগে শেষবার ‘সুপারমুন’ দেখা গিয়েছিল ২০১৬ সালের ১২ ডিসেম্বর। এরপর ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারিতে আবার সুপারমুন দেখা যেতে পারে যাবে।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর