• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে পলিটেকনিক শিক্ষার্থীরা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১  

পলিটেকনিকের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর পড়ার সুযোগ দিতে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

এ বিষয়ে বিশ^বিদ্যালয়গুলোর উপাচার্যদের কাছে চিঠিও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ^বিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তির যোগ্যতা এইচএসসি। আর পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে এসএসসি ও সমমান উত্তীর্ণ হতে হয়। 

কিন্তু বিশ^বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এইচএসসি দুবছর পেরিয়ে গেলে কোনো শিক্ষার্থী ভর্তির সুযোগ পায় না। আর এ কারণে পলিটেকনিক
 
ইনস্টিটিউটে চার বছরমেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স পাস করা শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার সুযোগের দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থীরা যে প্রতিষ্ঠানেই পড়–ক তার যদি উচ্চশিক্ষা নেওয়ার মেধা-যোগ্যতা থাকে, তা হলে সে সুযোগ যেন তারা পায়। সে কারণে আমরা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তিতে বয়সের বাধা তুলে দিয়েছি। বিশ^বিদ্যালয়গুলোকে চিঠি দেওয়া হয়েছে পলিটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের যেন ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর