• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

বিশ্বসেরার তালিকায় বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ জুন ২০২১  

বিশ্বসেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকার দেশের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয় দুটি হচ্ছে- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এদের অবস্থান ৮০০তম থেকে এক হাজারতম স্থানের মধ্যে। আর বেসরকারি

বিশ্ববিদ্যালয় দুটির স্থান হয়েছে এক হাজারতম থেকে ১২০০তম স্থানের মধ্যে। বেসরকারি বিশ্ববিদ্যালয় দুটি হচ্ছে- ব্র্যাক ইউনিভার্সিটি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ওয়াল্ডর্ যাংকিংয়ে প্রথমবারের মতো স্থান পেল দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারলি সায়মন্ডসের (কিউএস) 'কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র?্যাংকিংস-২০২২' শীর্ষক তালিকা প্রকাশ করেছে। তারা প্রতি বছরই এ তালিকা প্রকাশ করে থাকে। সংস্থাটির ওয়েবসাইটে 'কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র?্যাংকিংস-২০২২' শীর্ষক বিশ্বসেরা ১ হাজার ৩০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা রয়েছে।

কিউএস র?্যাংকিংয়ে এ নিয়ে টানা চারবার কিউএস র?্যাংকিংয়ে ৮০১-১০০০তমের মধ্যে স্থান পেল বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় র?্যাংকিংয়ের কয়েকটি তালিকার একটি কিউএস ইউনিভার্সিটি র?্যাংকিং। একাডেমিক র?্যাংকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস এবং টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র?্যাংকিংও তালিকা প্রকাশ করে থাকে নিয়মিতভাবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর