• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯৭ হাজার ছাড়াল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০  

বৈশ্বিক মহামারি প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৯৭ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ খবর জানিয়েছে।

 

সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে ৯৭ হাজার ৫৬ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছে ১৬ লাখ ১৯ হাজার ৯৩৭ জন। চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬৫ হাজার ৯০০ জন।

 

করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

 

তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৮৯ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন।

 

মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬৯৭ জনের। এছাড়া আক্রান্তের দিক থেকেও বিশ্বে শীর্ষে রয়েছে দেশটি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ৬৪ হাজার ৮৯৫ জন আক্রান্ত হয়েছে।

 

তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ৮৪৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ২২ জন।

 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৯০৭ জন। এর মধ্যে ৩ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর