• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

উল্লাপাড়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২১  

পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচিত উল্লাপাড়া পৌরসভার মেয়র এস. এম নজরুল ইসলাম ও তার পরিষদের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের হল রুমে এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবির অতিরিক্ত সচিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লাপাড়া পৌরসভাসহ সিরাজগঞ্জ জেলার সকল পৌরসভা থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে শপথ বাক্য পাঠ করান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক যুগ্মসচিব মোঃ জিয়াউল হক, উপ-পরিচালক উপসচিব ড. চিত্রলেখা নাজনীন।

 

উল্লাপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র এস. এম নজরুল ইসলাম শপথ বাক্য পাঠ অনুষ্ঠান শেষে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,  দ্বিতীয় বারের মত মেয়র হিসেবে শপথ নিতে পেরে শুকরিয়া জানাচ্ছি মহান রাব্বুল আলামীনের দরবারে। কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমামকে ধন্যবাদ জানাই। সর্বোপরি পৌরসভার সকল ভোটার, সুশীল সমাজ,  সুনাগরিক ও দলীয় নেতা-কর্মীদের অশেষ ধন্যবাদ জানাই আমাকে বিপুল ভোটে দ্বিতীয়বারের মত মেয়র হিসেবে আবারও নির্বাচিত করায়। আপনাদের পাশে থেকে জীবনের বাকী সময় টুকু জনগণের সেবামুলক কাজ করে যেতে চাই। আপনাদের সহযোগিতা পেলে উল্লাপাড়া পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর করে নাগরিক সেবা জনগণের দোড়গড়ায় পৌঁছে দিতে চাই। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর