• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

বড় পর্দায় আসছেন আফরান নিশো

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। টিভি কিংবা অনলাইন মাধ্যমে তার কোনো নাটক প্রকাশ পেলেই হুমড়ি খেয়ে পড়েন দর্শক। অল্প সময়েই তার ইউটিউব নাটকে চলে আসে মিলিয়ন মিলিয়ন ভিউ।

এবার ছোট পর্দা থেকে বড় পর্দায় নাম লেখাচ্ছেন এই তারকা। তরুণ নির্মাতা রায়হান রাফির হাত ধরে নাকি সিনেমায় অভিষিক্ত হচ্ছেন তিনি। অনেকদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে মিডিয়া পাড়ায়। এরই মধ্যে বেশকিছু সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশ পেয়েছে।

ছবিটির ব্যাপারে নিশ্চিত তথ্য নিতে নিশোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। তার মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠালে তিনি জানান, ‘এটা নিয়ে এখন কিছু বলতে চাই না।’

এ প্রসঙ্গে ‘দহন’ খ্যাত পরিচালক রায়হান রাফি বলেন, আফরান নিশো চমৎকার একজন অভিনেতা। আমার খুব প্রিয় তিনি। তার সঙ্গে কাজ করার ইচ্ছে অবশ্যই আছে। আমাদের আলোচনা হয়েছে, তিনি সিনেমার ব্যাপারে আগ্রহী। কিন্তু চূড়ান্ত করে এখনই কিছু বলতে পারছি না।

তিনি আরও জানান, একটা গল্প নিয়ে নিশোর সঙ্গে তার কথা হয়েছে। তাদের দু’জনেরই গল্পটা খুব পছন্দ হয়েছে। কিন্তু পাকাপাকি কথা হয়নি।

এদিকে জানা যায়, আগামী এপ্রিল মাসে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে পারেন নিশো। তার বিপরীতে দেখা যাবে নতুন নায়িকাকে।

সিনেমায় কাজ করা প্রসঙ্গে নিশো এখন কোনো মন্তব্য করতে নারাজ। তাই বিষয়টি নিশ্চিত হতে আনুষ্ঠানিক ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শোনা যাচ্ছে রায়হান রাফি ছাড়াও আরও বেশ কয়েকজন পরিচালক আফরান নিশোকে নিয়ে সিনেমার পরিকল্পনা করছেন। চলতি বছরই হয়তো সেগুলোর ঘোষণা আসবে। সে তালিকায় আছে জাকারিয়া সৌখিনের নাম। এই নির্মাতার ছবিতেও শিগগিরই শ্যুটিং শুরু করবেন নিশো।

আফরান নিশোর পুরো নাম আহমেদ ফজলে রাব্বি। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ভোলা মিঞা, টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য। উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের কৃতি সন্তান আফরান নিশো। স্থানীয়ভাবে তাদের বাড়ি ভারই সেন বাড়ি নামে পরিচিত। তিনি ১৯৮৮ সালের ৮ ডিসেম্বর জন্মগ্রহন করেন।

ছোট বেলা থেকে টাঙ্গাইল শহরে বেড়ে উঠেছেন। নিশো টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। ঢাকা ধানমন্ডি বয়েজ হাই স্কুল থেকে এসএসসি ও ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি থেকে গ্যাজুয়েশন করেন।

২০০০ সাল থেকে নিশো প্রথমে বিভিন্ন বুটিক হাইসের স্টিল ফটো মডেল হিসাবে ক্যারিয়ার শুরু করেন, পরে কিছু দিন র‍্যাম্পে ও কাজ করা হয় এবং শেষ পর্যন্ত টেলিভিশান টিভিসিতে কাজ করেন ।

ব্যক্তিগত জীবনে বিবাহীত। এক সন্তানের জনক। ২০০০ সাল থেকে নিশো প্রথমে বিভিন্ন বুটিক হাইসের স্টিল ফটো মডেল হিসাবে ক্যারিয়ার শুরু করেন। ২০০৩ সালে অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রে কাজ করার মাধ্যমে শুরু হয় তাঁর যাত্রা। এরপরে আরো নানা নির্মাতার সাথে নানারকম কাজ করেন নিশো এবং একই বছরআফজাল হোসেনের প্রতিষ্ঠান টকিজে একদিন স্ক্রিন টেস্ট দেন এবং টেস্ট কমপ্লিট করে থাইল্যান্ডে গিয়ে ডাবল কোলা ব্র্যান্ডের জিনি জিনজার ফ্লেভারের একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নেন তিনি। এরপরে গাজী শুভ্র, গোলাম হায়দার কিসলু, কিরন মেহেদী সহ খ্যাতনামা অনেক পরিচালকের বিজ্ঞাপনে কাজ করেন ।

২০০৫ সালে বাংলাভিশনে প্রচারিত গাজী রাকায়েতের পরিচালনায় ঘরছাড়া নাটকের মধ্যদিয়ে তার নাটকে অভিনয় জীবন শুরু হয়। প্রথম নাটক করেই সকলের নজর কাড়েন তিনি এবং এর পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি নিশোকে ।

বর্তমান সময়ে ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় মুখ নিশো । এখন তাকে নাটক-বিজ্ঞাপনে অভিনয় করানোর জন্য অনেক নির্মাতাদের শিডিউল হাতে অপেক্ষা করতে হয়! বর্তমানে বেশ কিছু একদিনের এবং ধারাবাহিক নিয়ে ব্যস্ত রয়েছেন নিশো । তার অভিনীত বেশ কয়েকটি সিরিয়াল প্রচার হচ্ছে নানা টিভি চ্যানেলে এবং ২০১৮ সালের ঈদুর ফিতরের প্রায় সবগুলো নাটকে একচেটিয়াভাবে অভিনয় করতে দেখা গেছে নিশোকে ।

পাশাপাশি তিনি কাজ করেছেন দেশের বিভিন্ন বড় সব বিপণন প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে। তার অভিনীত প্রায় ৯৯% কাজই দর্শক সমাদৃত । কমেডি, রোমান্টিক কমেডি, এ্যাকশান, নেগেটিভ রোল কিংবা থ্রিলধর্মী সব ধরনের ক্যাটাগরিতেই সমান তালে অভিনয় করে চলেছেন এই গুনী অভিনেতা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর