• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

ভূরুঙ্গামারীতে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ৩ ব্যবসায়ীকে আটক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার হাজার ৪০৮ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। 

 

সোমবার ভোররাতে ভূরুঙ্গামারী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন-ভুরুঙ্গামারী উপজেলার পশ্চিম পাথরডুবি গ্রামের আবু হোসেনের পুত্র মহির উদ্দিন (৩৮), আবুল হোসেনের পুত্র আবদুর রাজ্জাক (৩২) ও সামান আলীর পুত্র মাঈদুল ইসলাম (৩০)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৪০৮ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড ও নগদ দুই হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার প্রণব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। 

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর