• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ভৈরবে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

কিশোরগঞ্জের ভৈরবে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন। এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার আগানগর ইউপির নবীপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

জানা যায়, নবীপুরা মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দ্বন্দ্বে শুক্রবার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এলাকার নসব আলী ও বাবইরার বাড়ির বংশের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নসব আলীর বাড়ির লোকজন আবদুল আওয়াল নামের একজন ইমামকে মসজিদে নিয়োগ দিয়েছেন। কিন্তু বাবইরার বাড়ির লোকজন তাকে মানতে রাজি নন। এরই জের ধরে আজ সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

নসব আলী মিয়াবাড়ীর পক্ষের লোক মাসুদ মিয়া বলেন, নবনির্মিত মসজিদের বিষয়ে ইমামের কাছে হিসাব চাইলে তিনি হিসাব দেন। এতে চার হাজার ২০০ টাকা হিসাবে গড়মিল হয় এবং মসজিদে একটি পুরাতন ফ্যান ইমাম তার বাড়িতে নিতে চান। এ নিয়ে মসজিদ কমিটির সদস্যদের মধ্যে গ্রুপিং তৈরি হয়। পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

আগানগর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, ইমামের বিরুদ্ধে নবনির্মিত মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। মুসল্লিরা তাকে মসজিদ থেকে চলে যেতে বললে তিনি বংশের লোক নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। তিনি কোনোভাবেই মসজিদ থেকে যেতে চাচ্ছেন না। তিনি মসজিদে থাকার জন্যই বারবার সংঘর্ষ হচ্ছে। 

ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থতি শান্ত রয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর