• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মঙ্গা আর অভাবকে জাদুঘরে পাওয়া যাবে : মির্জা আজম

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ মে ২০২০  

বাংলাদেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম বলেন, মঙ্গা আর অভাবকে জাদুঘরে পাঠানো হয়েছে। দেশে এখন আর কোন অভাব নেই। সব জমিতে ফসলে ফসলে ভরে গেছে।

 

তিনি ২২ মে সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ধান, চাল, গম সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন।

 

মির্জা আজম বলেন, কৃষকরা ধান উৎপন্ন করে সরকারি গুদামে বিক্রি করে মুখে হাসি ফুটিয়ে বাড়ি ফিরছেন। এর অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

 

তিনি আরও বলেন, এক ইঞ্চি জমি পতিত রাখা যাবেনা। সব জমিতে ফসল ফলিয়ে দেশকে আরও স্বয়ংসম্পূর্ণ করতে হবে। তিনি বলেন, এবার ধানের বাম্পার ফলন হয়েছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহনান বেলাল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার, কৃষি কর্মকর্তা মাহফুজুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, বালিজুড়ী খাদ্য গুদামের কর্মকর্তা রফিকুল ইসলাম, মিল মালিক সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মো. সেলিম।

 

এবার এক হাজার ৯৬৭ টন ধান, এক হাজার ২৬৩ টন চাল ও ৬০ টন গম সংগহ করা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর