• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মহামারীসহ বিভিন্ন রোগ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার দোয়া

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতি নোভেল করোনাভাইরাস থেকে আত্নরক্ষা বা আশ্রয় প্রার্থনার জন্য বেশি বেশি দরুদ ও নিম্নের দোয়াটি পড়তে থাকুন।

 

করোনাভাইরাস-সহ বিভিন্ন রোগ বালাই থেকে আশ্রয় প্রার্থনার জন্য দোয়া-

 

আরবি: 

 

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ    

উচ্চারণ: 

 

আল্লা হুম্মা ইননি আউযুবিকা মিনাল বারাসি, ওয়াল জুনূনি, ওয়াল জুযামি, অমিন সায়্যি ইল আসক্ব-ম।

 

অর্থ: 

 

‘হে আল্লাহ! আমি তোমার নিকট ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সর্ব প্রকার কঠিন ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।’  (সুনানে আবু দাউদ, হাদিস নম্বর: ১৫৫৪, তিরমিযী)।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর