• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদরাসা ও কারিগরি শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সুখবর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ মার্চ ২০২১  

সারাদেশের সকল মাদরাসা ও কারিগরি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সুখবর জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা পেতে আবেদনের সময় বাড়ানো হয়েছে।

 

আগামী ২০ মার্চ পর্যন্ত এ অনুদানের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

 

দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা এবং চিকিৎসার খরচের জন্য মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরির অনুদান দেয়া হবে। এ অনুদানে অগ্রাধিকার পাবেন প্রতিবন্ধী, অসহায়, অস্বচ্ছল, মেধাবী ও অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানায়, করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীদের বিশেষ অনুদান দেয়ার জন্য অনলাইনে আবেদন সময় ২০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

এর আগে ১০ মার্চ পর্যন্ত অনলাইনে বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা পাওয়ার আবেদন করার দেয়া সুযোগ ২০ মার্চ পর্যন্ত বাড়ানো হলো।

 

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আরো জানায়, বিভাগের ওয়েবসাইটে (www.tmed.gov.bd) প্রবেশ করে ‘শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন ফরম’ বাটনে ক্লিক করে অনুদানের জন্য আবেদন করতে হবে।  

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর