• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষনা প্রধানমন্ত্রীর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদারগঞ্জ উপজেলাসহ দেশের সাতটি জেলা ও ২৩টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১২ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। দেশের অন্যান্য জেলা ও উপজেলার সাথে মাদারগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের উপজেলা হিসেবে শুভ উদ্বোধনী ঘোষণা দেওয়ায় জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক মাদারগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমান, জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবীর, জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক প্রকৌশলী মো. আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক প্রকৌশলী মো. আলমগীর জানান, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় মাদারগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ১৪৭টি গ্রামে এক হাজার ২৬০ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে। এতে করে গোটা উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। এ প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ২০১ কোটি ৬০ লাখ টাকা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর