• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জ হাসপাতালের ৩০ জনের নমুনায় করোনা নেগেটিভ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০  

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা হাসপাতালের ফার্মাসিস্টের করোনা শনাক্ত হওয়ায় তার সংস্পর্শে আসা ওই হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও কয়েকজন চিকিৎসকসহ ৩০ জনের নমুনা পরীক্ষায় কারো দেহে করোনা শনাক্ত হয়নি। ১২ এপ্রিল তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করা হয়।

সূত্র জানায়, করোনা নিগেটিভ আসায় তাদের সবার মাঝে স্বস্তি ফিরে আসছে। এরপরও তাদেরকে আরও কয়েকদিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

এদিকে জেলা সিভিল সার্জন মাদারগঞ্জ হাসপাতালের জন্য নতুন তিনজন চিকিৎসককে যোগদানের আদেশ দিয়েছেন। কিন্তু তারা আজও যোগ দেননি।

এ ব্যাপারে জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক আবু সাঈদ মো. মাহবুবুর রহমান এ প্রতিনিধিকে জানান, যাদের করোনা সন্দেহে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে, মেয়াদ শেষ হলে তারাই কাজ করবে। বাকি চিকিৎসকরা ঢাকায় অবস্থান করায় পরিবহনের কারণে তাদের নিয়ে আসা যাচ্ছে না।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর