• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ জুলাই ২০২০  

জামালপুরের মাদারগঞ্জে বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নূরুন্নাহার মির্জা আবুল কাশেম অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

 

এসময় করোনাভাইরাস প্রতিরোধের উপায় নিয়ে মির্জা আজম বলেন, সব সময় মাস্ক ব্যবহার এবং সাবান পানি দিয়ে হাত ধোয়া, হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা, হাঁচি কাঁশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা, গরম পানি পান করা, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

 

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক শফিকুজ্জামান, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক চিকিৎসক সাজদা-ই-জান্নাত, মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সামিউল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক সাইফুল ইসলাম জয়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চাঁন, ছানোয়ার হোসেন ছানু, সিএস সিপি ইকবাল হোসেন প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর