• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জে নকল স্বর্ণসহ ৩ প্রতারক আটক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ী বাজার থেকে নকল স্বর্ণের বারসহ ৩ প্রতারককে আটক করেছে পুলিশ। ১৫ মার্চ সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক প্রতারকরা হলেন- জেলার মেলান্দহ উপজেলার যেগারবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. হাবিবুর রহমান, একই গ্রামের মৃত জমশের শেখের ছেলে মো. সুজন শেখ ও দুই নং চরের মো. বাদশা মন্ডলের ছেলে আব্দুল খালেক।

মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ সন্ধ্যায় বালিজুড়ী বাজার থেকে তাদেরকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়। এই সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে প্রতারণার শিকার পাঁচজন নারী একই রকম পাঁচটি নকল স্বর্ণের বার থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে প্রতারণার শিকার গাবের গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে রফিকুল বাদি হয়ে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে মাদারগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায় নকল স্বর্ণের বার দিয়ে নারীদের পরনের গহনা কৌশলে হাতিয়ে নিচ্ছে।এ প্রতারক চক্রের ৩ সদস্য আটকের পর প্রতারণার শিকার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০-১২ জন নারী অভিযোগ করেছেন। এ চক্রের আরো সদস্যদের আটকের অভিযান অব্যাহত আছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর