• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

মাদারগঞ্জে পৌরসভার উদ্যোগে ছিটানো হলো জীবাণুনাশক পানি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

করোনাভাইরাস সংক্রামণ ঠেকাতে জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার মেয়রের উদ্যোগে ২৭ মার্চ সকালে পৌর এলাকার জনবহুল রাস্তা ও বাজারে জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে।

সকাল থেকে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে মাদারগঞ্জ উপজেলা অভিমুখে যাওয়ার প্রধান সড়কসহ জনবহুল বালিজুড়ি বাজারের সবগুলি সড়কে এই জীবাণুনাশক পানি ছিটিয়ে ধুয়ে দেওয়া হয়। রাস্তা ছাড়াও কাঁচাবাজার, মাংস ও মাছ বাজারের শেডে এই পানি ছিটানো হয়।

মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির জানান, মাদারগঞ্জ পৌরসভা এই প্রাণঘাতি করোনাভাইরাস সক্রামক ঠেকাতে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সবগুলি কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যে মাইকিং করে করোনাভাইরাস মোকাবেলায় জনগণকে সচেতন ও সরকারি স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে। পৌর এলাকার সবগুলি হাট বাজার লকডাউন করা হয়েছে। তাছাড়া রাস্তার পাশে চা দোকানসহ অন্যান্য দোকানগুলি বন্ধ করা হয়েছে। তিনি আরো জানান, রাস্তায় জীবাণুনাশক পানি ছিটানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ শওকত আলী, কমিশনার হযরত আলী হিলালী, উমর ফারুক জগলু প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর