• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জে রাস্তা বন্ধ করে গ্রামকে লকডাউন করছে যুবকরা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মেলান্দহ উপজেলার চর ঘোষেরপাড়ায় একজন করোনা রোগী শনাক্ত হওয়ায় মাদারগঞ্জ জুড়ে আতংক শুরু হয়েছে। প্রশাসন প্রচুর চেষ্টা করে লকডাউন রাখার চেষ্টা করলেও জনগণ তা মানছেনা। হাট বাজারে প্রচুর লোকের সমাগম ঘটছে। উপজেলার প্রায় বাজারগুলোতে লকডাউন রক্ষায় প্রশাসন দিনে রাতে প্রচেষ্টা চলাচ্ছে।

৬ এপ্রিল বিকাল থেকে মাদারগঞ্জ পৌর এলাকাসহ অনেক এলাকায় নিজেদের উদ্যোগে যুবকরা রাস্তায় ব্যারিকেট বসিয়ে বাঁশ বেঁধে রাস্তা বন্ধ করে দিয়েছে। এলাকায় জনসমাগম হ্রাস করতে বালিজুড়ি পূর্বপাড়ায় তালগাছের পাতা ও বাঁশ বেঁধে রাস্তা লকডাউন করেছে স্থানীয় হাসানুজ্জামান সাগর, মামুনসহ গ্রামের যুবকরা।

এ ব্যাপারে হানাসুজ্জামান সাগর জানান, জনগণ কোনরকম লকডাউন মানছেনা তাই বাধ্য হয়ে আমাদের গ্রামে জনসমাগম কমাতে নিজেরাই উদ্যোগ নিলাম। বালিজুড়ি পূর্বপাড়া ছাড়াও উপজেলার অনেক স্থানে গ্রামে গ্রামে রাস্তা বন্ধ করে লকডাউন করছে বলে খবর এসেছে। জামালপুর-মাদারগঞ্জ সড়কের দাঁতভাঙ্গা সেতুর পাশে সড়ক ও জনপথের রাস্তায় গাছ ফেলে যান চলাচলের বাঁধা দিচ্ছে কিছু যুবক।

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম জানান, আজ (৬ এপ্রিল) লকডাউন অমান্য করায় কয়েকশ মোটরসাইকেল ও ইজিবাইকচালককে সর্তক করে দেওয়া হয়। আগামীকাল (৭ এপ্রিল) থেকে আরো কঠোর অবস্থানে যাবে প্রশাসন। কোন কাজ ছাড়া কেও যাতে বাইরে না যায় সে ব্যাপারে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর